দঃ আমেরিকা ও ওশেনিয়ার ইতিহাস

  • ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
  • উঃ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।
  • ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অন্য নাম কি?
  • উঃ মালভিনাস।
  • দক্ষিণ আমেরিকার প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে?
  • উঃ ইসাবেলা পেরন, (আর্জেন্টিনা)। ১৯৭৪ সাল।
  • পৃথিবীর বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ কোনটি?
  • উঃ ইকুয়েডর।
  • দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?
  • উঃ উরুগুয়ে।
  • ল্যাটিন আমেরিকার কোন দেশ ড্রাগ মাফিয়ার কবলে পতিত?
  • উঃ কলম্বিয়া।
  • 'ডেথ অফ ক্যারাভান' কি?
  • উঃ চিলির স্বৈরশাসক পিনোশের আমলের (১৯৭৩-৯০) গণহত্যা।
  • কোন দেশকে ইনকা সভ্যতার ভিত্তি ভূমি বলা হয়?
  • উঃ পেরু।
  • বলিভিয়া কোথায় অবস্থিত?
  • উঃ আন্দিজ পর্বতমালার পাদদেশে।
  • দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
  • উঃ ব্রাজিল।
  • পৃথিবীর বৃহত্তম দেশ গুলির মধ্যে ব্রাজিলের অবস্থান কত?
  • উঃ পঞ্চম।
  • ব্রাজিল কবে আবিষ্কৃত হয়?
  • উঃ ১৫০০ সালে।
  • ব্রাজিল কে আবিষ্কার করেন?
  • উঃ পেরু আলভারেজ কাবরাউ।
  • কলম্বাস কবে ভেনেজুয়েলা আবিষ্কার করেন?
  • উঃ ১৪৯৮ সালে।
  • পৃথিবীর অন্যতম বক্সাইট সমৃদ্ধ দেশ কোনটি?
  • উঃ সুরিনাম।
  • মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
  • উঃ কোস্টারিকা।
  • অস্ট্রেলিয়া কবে বৃটেনের সঙ্গে সাংবিধানিক সম্পর্ক ছিন্ন করে?
  • উঃ ১৯৮৬ সালে।
  • নাউরু আয়তন কেমন?
  • উঃ 20 কিলোমিটার দীর্ঘ ডিম্বাকৃতি দ্বীপ
  • নিউজিল্যান্ড আদিবাসী কারা?
  • উঃ মাওরি।
  • কবে মাওরিরা সর্বপ্রথম নিউজিল্যান্ডে আসে?
  • উঃ ৯৫০ সালে।
  • কিউই বলা হয় কোন দেশের অধিবাসীদের?
  • উঃ নিউজিল্যান্ড।
  • কোন দেশকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়?
  • উঃ নিউজিল্যান্ড।
  • ফিজি কোথায় অবস্থিত?
  • উঃ দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে।
  • ফিজির জনসংখ্যার অর্ধেক কোন দেশের বংশোদ্ভূত?
  • উঃ ভারতীয়।
  • ওশেনিয়া মহাদেশ অবস্থিত কোন গোলার্ধে?
  • উঃ দক্ষিণ গোলার্ধে।
  • ওশেনিয়া মহাদেশ অবস্থিত কোন গোলার্ধে?
  • উঃ দক্ষিণ গোলার্ধে।